শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জমে উঠেছে ঈদ কেনাকাটা

পয়লা বৈশাখ-ঈদ সামনে রেখে আগেই কেনাকাটা সারছেন অনেক ক্রেতা

জিন্নাতুন নূর

জমে উঠেছে ঈদ কেনাকাটা

পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই রাজধানীর শপিংমলগুলোতে ক্রেতাদের সরব উপস্থিতি চোখে পড়ছে। রোজা শুরুর পর গতকাল ছিল দ্বিতীয় শুক্রবার। আর ছুটির দিন হওয়ায় ঢাকার শপিংমলগুলোতে ঈদের আমেজ ভালোই টের পাওয়া যায়। সামনেই পয়লা বৈশাখ। আর এর সপ্তাহখানেক বাদেই পবিত্র ঈদুল ফিতর। ক্রেতারা এবার এই দুই উৎসব সামনে রেখেই নিজেদের কেনাকাটা সারছেন। করোনার প্রকোপ না থাকায় এবার সব শ্রেণি-পেশা ও বয়সের ক্রেতাই কেনাকাটায় বেশ আগ্রহী। বাড়তি ভিড় ও ঝামেলা এড়াতে অনেকেই সেরে ফেলছেন বড় দুই উৎসবের কেনাকাটা। তবে ক্রেতাদের অভিযোগ, এবার পোশাকের দাম কিছুটা বেশি। এর জবাবে বিক্রেতারা বলছেন, বিশ্ববাজারে সব কিছুর দামই এখন বাড়তি, এর প্রভাব পোশাকের ওপরও পড়েছে।

এরই মধ্যে নগরীর বসুন্ধরা সিটি শপিং মল, নিউমার্কেট, গাউছিয়া, ইস্টার্ন মল্লিকা, মিরপুর নিউমার্কেট, পুলিশ প্লাজাসহ বিভিন্ন শপিং মলে পোশাক বিক্রেতারা ঈদ ও পয়লা বৈশাখের পণ্য সংগ্রহের প্রস্তুতি শেষ করেছেন। বিক্রেতারা বলছেন, এবার ঈদের কেনাকাটা একটু আগে থেকেই শুরু হয়েছে। তারা আশা করছেন, ১০ রোজার পর থেকে বিক্রি পুরোদমে জমে উঠবে। তবে নগরীর শপিংমলগুলোতে গতকাল ক্রেতার উপস্থিতিই বলে দিচ্ছিল ঈদের কেনাকাটা এরই মধ্যে জমে উঠেছে। বসুন্ধরা সিটিতে ফ্যাশন হাউস ‘আড়ং’-এর শোরুমে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে ফ্যাশন হাউসটি ‘হারস্টোরি’ নামে অভিজাত ও ট্র্যাডিশনাল এক ডিজাইনার কালেকশন এনেছে। ‘হারস্টোরি’তে শাড়ি, কামিজ, জ্যাকেট ও টিউনিক কালেকশন রয়েছে। এই শপিংমলের ‘দেশি দশে’ বরাবরের মতো এবারও ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। মগবাজার থেকে আগত ব্যবসায়ী সরোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘যেহেতু পয়লা বৈশাখ ও ঈদ এক সপ্তাহের ব্যবধানে, এ জন্য আগেভাগেই কেনাকাটা সারতে এসেছি।’ রাজধানীর মিরপুরের বুটিকপাড়া ও মিরপুর-১২ নম্বরের বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের শোরুমেও ক্রেতার উপস্থিতি ছিল ভালো। বিশেষ করে বিকালের দিকে পরিবারসহ অনেক ক্রেতাকেই কেনাকাটা সারতে দেখা যায়। মিরপুর-১২ নম্বরের ‘লা রিভ’ ব্র্যান্ডের শোরুমে কথা হয় পল্লবী আবাসিক এলাকার চাকরিজীবী শরিফুল হকের সঙ্গে। তিনি বলেন, ২০ রোজার পরই স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি পাঠিয়ে দিতে চান। এ জন্য আগেই কেনাকাটা সারছেন। তিনি নিজের এবং তার ছেলের জন্য ‘লা রিভ’-এর বাবা-ছেলের ম্যাচিং কম্বো অর্থাৎ পাঞ্জাবি সেট কিনেছেন। জানা যায়, এবার এই ফ্যাশন হাউসটি ঈদের লাকি ড্র কনটেস্ট ‘শপ অ্যান্ড ফ্লাই’-এর ব্যবস্থা করেছে। এতে ১৫ এপ্রিল পর্যন্ত সাড়ে ৭ হাজার টাকার কেনাকাটা করলেই আকর্ষণীয় পুরস্কারসহ ভাগ্যবান ক্রেতা ব্যাংকক ও নেপালের রিটার্ন এয়ার টিকিট পাবেন। শপিং মলগুলো ঘুরে দেখা যায়, গরমের জন্য এবার ফ্যাশন হাউসগুলো গাঢ় ও উজ্জ্বল রংগুলোকে প্রাধান্য দিচ্ছে। পোশাকে আরামদায়ক সুতির পাশাপাশি মসলিন ও সিল্কও ব্যবহার করা হচ্ছে। কাপড়ে ব্যবহার করা হয়েছে বাহারি কারুকাজ, নকশা ও ব্লক। বসুন্ধরা সিটি শপিং মল ও ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে গিয়ে জানা যায়, সেখানে অন্যবারের মতো এবারও ভারতীয় পোশাকের চাহিদা বেশি। এর মধ্যে মেয়েদের ‘নায়রা কাট’-এর পোশাকের ভালো চাহিদা রয়েছে।

এ ছাড়া ‘আগা নূর’ সালোয়ার কামিজের চাহিদাও বেশ ভালো।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর