ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, বঙ্গবাজারের অগ্নিকান্ডের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বঙ্গবাজারে আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিতে হবে। ব্যবসায়ীদের নামমাত্র সুদে ব্যাংক লোনের ব্যবস্থা করতে হবে। গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় সংগঠনের মহাসচিব নুরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এম এ আউয়াল বলেন, দেশে কিছুদিন পরপর ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। অগ্নিকান্ডের ঘটনায় বিদেশে যেমন বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তেমনি দেশের অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি হচ্ছে।