শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ভারত বিচিত্রার সুবর্ণজয়ন্তী সংখ্যার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় ভারতীয় হাইকমিশনের বাংলা মুখপত্র ‘ভারত বিচিত্রা’র সুবর্ণজয়ন্তী সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ভারতীয় হাইকমিশনে ভারত বিচিত্রার মোড়ক উন্মোচন করেন সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, সংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান নূর। সম্মানীয় অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

স্বাগত বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত বিচিত্রা বাংলাদেশ ও ভারতের সংস্কৃতি বিনিময়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম। ভারত বিচিত্রার বিশেষ সংখ্যায় বাংলাদেশের অনেক অবদান তুলে ধরা হয়েছে। সমাপনী বক্তব্য দেন ভারত বিচিত্রার সাবেক সম্পাদক নান্টু রায়। অনুষ্ঠানে কবিতা পড়ে শোনান কবি অসীম সাহা, ঝর্ণা রহমান ও ফারুক মাহমুদ। এর আগে আসাদুজ্জামান নূর, মুহম্মদ নূরুল হুদা, সেলিনা হোসেনকে সঙ্গে নিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মঙ্গলপ্রদীপ জ্বেলে অনুষ্ঠান শুরু করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর