রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মিনিয়েপলিস সিটির মসজিদের মাইকে আজানের অনুমতি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মিনেসোটা স্টেটের মিনিয়েপলিস সিটির সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রদানের একটি বিল গত মঙ্গলবার পাস হয়েছে। মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’-এর (কেয়ার) মিনেসোটা স্টেট চ্যাপ্টারের নির্বাহী পরিচালক জয়লানি হোসেন এ তথ্য জানিয়ে বলেন, শিগগিরই বিলটিকে আইনে পরিণত করতে সিটি মেয়র জ্যাকব ফ্রে স্বাক্ষর করবেন।

উল্লেখ্য, পাঁচ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রচারের এটি হবে যুক্তরাষ্ট্রের প্রথম সিটি। মিনিয়েপলিস সিটির মসজিদে এর আগে ফজর, মাগরিব এবং এশার নামাজ বাদে জোহর ও আসর নামাজের আজান মাইকে প্রদানের অনুমতি ছিল। নতুন এ বিধির ফলে পাঁচ ওয়াক্ত নামাজের আজানই মাইকে উচ্চৈঃস্বরে প্রদানের আর কোনো বাধা থাকবে না বলে সিটি কাউন্সিলের কর্মকর্তারা উল্লেখ করেন।

সর্বশেষ খবর