গত শুক্রবার ঢাকায় হয়ে গেল চলতি বছরের সবচেয়ে বর্ণিল কনসার্ট ‘রক অ্যান্ড রিদম ৩.০; ট্রিবিউট ফিয়েস্তা’ এর আয়োজক এডভেন্টর কমিউনিকেশন্স। এই কনসার্টে দারুণ সব লাইনআপে মেতে উঠেছিল দেশের তরুণ সমাজ।
উদ্যোক্তারা জানান, ‘রক অ্যান্ড রিদম ৩.০’ অনুষ্ঠানে সংগীতের শক্তিতে সবাই একত্রিত হয়েছে। কনসার্টে যোগ দেন প্রায় ৮ হাজার সংগীতপ্রেমী। লাইভ পারফর্ম করেছে দেশের স্বনামধন্য ব্যান্ডদল আর্টসেল, নেমেসিস, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস, পাওয়ারসার্জ, ইনডালো, মেকানিক্স, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আওনিক বন্ড, ইকোজ এবং উন্মাদ। এই কনসার্টে বাংলাদেশের প্রথমসারির ব্যান্ডদলগুলো আয়রন মেইডেন, মেটালিকা, প্যান্থেরা, আফটারব্রিজ, জিমি হ্যানড্রিক্স, বব ডিলান, বব মার্লে, ইলুভিটি, চিলড্রেন অফ বডম, পিংক ফ্লয়েড, এসিডিসি, গানস অ্যান্ড রোজেজ, রেডিওহ্যাড, নির্ভানা, অডিওস্ল্যাভ, টুল, লিংকিং পার্ক, গ্রিনডে, কোল্ডপ্লে, ইনকিউবাস ইত্যাদি ইন্টারন্যাশনাল ব্যান্ডগুলোর গান ট্রিবিউট করে। সবচেয়ে বড় মিউজিক্যাল ভেন্যু আইসিসিবি হল ৪-এর চমৎকার সাউন্ড ও লাইটিং সিস্টেমে হওয়া কনসাটটি দর্শকরা উপভোগ করেছেন প্রবল আগ্রহে।