বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ১২

নিজস্ব প্রতিবেদক

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ২০০ ভরি স্বর্ণ ও ৪০০ ভরি রুপা ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড টাকলা সাইফুলসহ চক্রের ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ।

টানা সাত দিন রাজধানী ও আশপাশের জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। ব্রিফিংয়ে জানানো হয়, ৩০ এপ্রিল ঢাকার নবাবগঞ্জ পোস্ট অফিসের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস থেকে নেমে ডিবি পুলিশের পরিচয় দিয়ে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ সাহাকে তুলে নেওয়া হয়। পরে মানিকগঞ্জের সিংগাইরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা ২০০ ভরি স্বর্ণ ও ৪০০ ভরি রুপা নিয়ে নেয় ডাকাতরা। পরে এমন অভিযোগ পেয়ে অভিযানে নামে জেলা পুলিশ। এ ঘটনার সাত দিনের মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত চক্রের হোতা মোক্তারসহ ১২ জনকে গ্রেফতার করা হয়। পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছিল চক্রটি। তাদের কাছ থেকে ওয়াকিটকিসহ লুট হওয়া ১৭৭ ভরি স্বর্ণ ও ৩৮৬ ভরি রুপা উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর