শিরোনাম
বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সম্ভাব্যতা যাচাইয়ে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

কম দূরত্বের যাত্রীদের চলাচলের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষের অধীনে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো যায় কি না সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে নির্দেশনা প্রদান করেছে সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরবর্তী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করে কমিটি। সংসদ ভবনের কেবিনেট কক্ষে গতকাল অনুষ্ঠিত ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খান ও নাদিরা ইয়াসমিন জলি এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকের শুরুতে বিগত ঈদুল ফিতরের সময় সুন্দর ও সুষ্ঠু সেবা প্রদানের জন্য বাংলাদেশ রেলওয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে কমিটি। বৈঠকে চট্টগ্রাম কালুরঘাট ব্রিজ নির্মাণ প্রকল্প ও বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রকল্পগুলো সমাপ্তির সুপারিশ করা হয়। এ ছাড়া দেশের সব রেলওয়ে স্টেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল দ্রুত স্থাপন, চট্টগ্রামের সিআরবির সামনে সাত রাস্তায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের সুপারিশ করে স্থায়ী কমিটি। বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর