সোমবার, ১৫ মে, ২০২৩ ০০:০০ টা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে আজ বাম জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং আওয়ামী ‘ফ্যাসিবাদী’ সরকারের উচ্ছেদের দাবিতে আজ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৪টায় পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবেন জোটের নেতা-কর্মীরা। গতকাল এক সংবাদ বিবৃতিতে কর্মসূচি সফল করতে শরিক দলগুলোর নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, সয়াবিন তেল, চিনি, আলু, পিঁয়াজ, রসুন, আদাসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং আওয়ামী ফ্যাসিবাদী সরকারের উচ্ছেদের দাবিতে আজ সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ ও ঐক্য ন্যাপ যুগপৎভাবে পালন করবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর