মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

নৌকার কর্মীকে মারধরে ছাত্রলীগ আহ্বায়কসহ ১৩ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের তিন কর্মীকে মারধরের মামলায় মহানগর ছাত্রলীগ আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ ১৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আহমেদ গতকাল বিকাল ৩টার দিকে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে হামলার ঘটনা সাজানো দাবি করে গতকাল দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মহানগর আওয়ামী লীগ। মামলা সূত্রে জানা যায়, রবিবার রাতে নগরীর কাউনিয়া মহাশ্মশান এলাকায় নৌকা প্রতীকের তিন কর্মী হালিম, মনা ও জাহিদকে মারধরের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় আহত তিনজনকে রাতেই শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত মনা আহমেদ বাদী হয়ে মান্নাসহ ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করে হামলা, মারধর ও হুমকি প্রদানের অভিযোগে কাউনিয়া থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে মান্নাসহ ১৩ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। মামলা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি আবদুর রহমান মুকুল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর