কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, ‘আমি একজন মুসলমান, যতক্ষণ বেঁচে থাকব আল্লাহ রসুলের হুকুমের বাইরে এক পা-ও ফেলব না। এতে দুনিয়ায় কী পেলাম, কী পেলাম না এটা আমার কাছে বড় কথা নয়।’ গতকাল সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ খান নয়া মুন্সির দোয়া মাহফিল ও স্মরণসভায় তিনি এ কথা বলেন। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আবদুস সবুর খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা শ ম আমজাদ হোসেন, সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলু, বীর মুক্তিযোদ্ধা এম ও গনি, অধ্যক্ষ সাঈদ আজাদ প্রমুখ।