শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

রংপুরে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী ও সতীন নারায়ণগঞ্জে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান দুই আসামি স্বামী মো. আইনুল ওরফে আয়ান ও সতীন মোছা. হাসিনা বেগমকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছেন রংপুর র‌্যাব-১৩ এর সদস্যরা। গতকাল বিকালে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। র‌্যাব জানায়, ১৯ মে বিকালে রংপুর নগরীর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারী গ্রামের স্বামী মো. আইনুল হক ওরফে আয়ানের (৪২) হাতে স্ত্রী জোসনা বেগম (৪০) খুন হন। আইনুল হক প্রথম বিয়ের কথা গোপন রেখে জোসনা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর জোসনা বেগম জানতে পারেন তার স্বামী আগের বিয়ে তার কাছে গোপন করেছেন। এ নিয়ে সংসারে অশান্তি দেখা দেয়। ১৮ মে কিস্তি ও বাজার খরচের টাকা চাইলে আইনুল হক তার প্রথম স্ত্রী হাসিনা বেগমসহ (৪১) দ্বিতীয় স্ত্রী জোসনা বেগমকে বেধড়ক মারধর করেন এবং গুরুতর আহত করে ফেলে রাখেন। চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো তাকে ঘরের ভিতর আটকে রাখেন তার পাষন্ড স্বামী। পরদিন আবার নির্যাতন করেন। নির্যাতনের একপর্যায়ে জোসনা বেগমের মৃত্যু নিশ্চিত করতে তার মুখের ভিতর পানির পাইপ ঢুকিয়ে পানির পাম্প চালু করে দিয়ে কৌশলে পালিয়ে যান।

প্রতিবেশীরা এসে জোসনা বেগমকে মুমূর্ষু অবস্থায় দেখে মাহিগঞ্জ থানা পুলিশকে খবর দেন। মাহিগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বোন বাদী হয়ে ২০ মে মাহিগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পরপরই আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। র‌্যাব সদস্যরা বুধবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদী গাজীপুরা এলাকা থেকে আসামি স্বামী মো. আইনুল হক ও প্রথম স্ত্রী হাসিনা বেগমকে গ্রেফতার করেন। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন যে, জোসনা বেগমকে মারপিট এবং মুখে পানির পাইপ দিয়ে পাম্প চালুর মাধ্যমে হত্যা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর