শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

পদ্মায় ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পদ্মায় ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা

রাজশাহীর পদ্মা নদীতে অনুষ্ঠিত হলো ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা। গতকাল সকালে নগরীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় এ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক   শামীম আহমেদ। রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতাটি নগরীর টি-বাঁধ থেকে শুরু করে সারদা ক্যাডেট কলেজ পদ্মার পাড়ে গিয়ে শেষ    হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ২৭ জন সাঁতারু অংশ নেন।

প্রতিযোগিতার আয়োজক ক্রীড়া পরিদফতরের উপপরিচালক এস এ ফেরদৌস আলম জানান, সাঁতার শেখা ও সাঁতার সম্পর্কে মানুষকে আগ্রহী করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশ থেকে নামকরা ৩০ জন সাঁতারু নিবন্ধন করেন। অংশ নিয়েছেন ২৭ জন। তারা সকাল ৯টায় টি-বাঁধের নিচ থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেন। সাঁতার কেটে ২০ কিলোমিটার দূরে চারঘাটে পৌঁছান দুপুর ১টায়।

তিনি বলেন, প্রতি বছর দেশে বহু মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে। এ মৃত্যুহার কমাতে সবাইকে সাঁতার শেখার জন্য আগ্রহী করতে কাজ করছেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর