বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

ভিসানীতি গ্রহণযোগ্য নির্বাচনে সহায়ক হবে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

ভিসানীতি গ্রহণযোগ্য নির্বাচনে সহায়ক হবে : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমেরিকার ভিসানীতি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য আমেরিকা যথেষ্ট আন্তরিক। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, আমেরিকার ভিসানীতিকে ইতিবাচক ভাবেই দেখছি। কারণ তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। যারা নির্বাচনের সঙ্গে জড়িত থাকেন অথবা নির্বাচন ব্যবস্থা প্রভাবিত করতে পারেন ইউরোপ ও আমেরিকায় তাদের স্বার্থ থাকে। তাদের কারও সন্তান লেখাপড়া করে আবার কেউ অবসরে ওইসব দেশে বসবাস করতে চান। তাই কেউই চাইবেন না তারা পরিবার-পরিজন নিয়ে কালো তালিকাভুক্ত হন। এ কারণেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বা অনিয়ম করতে তারা দ্বিধাগ্রস্ত হবেন।

 তিনি আরও বলেন, আমেরিকার ভিসানীতি কতটা বাস্তবায়ন বা কার্যকর হয় তার ওপর অনেক কিছু নির্ভর করে। জি এম কাদের বলেন, আমাদের রাজনীতিতে বিদেশিদের প্রভাব অনেক বেশি। আমরা বিভিন্ন দেশের ওপর নির্ভরশীল। তাই বিদেশিদের প্রভাব বিস্তার করার সুযোগ আছে। তিনি বলেন, আমাদের দেশে যাদের বিনিয়োগ আছে তারা তাদের স্বার্থেই প্রভাব বিস্তার করতে চেষ্টা করে। সেই সুযোগটা আমরাই তৈরি করে দিচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর