শিরোনাম
বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা
অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের চেষ্টা

ওজোপাডিকোর সাবেক এমডি সচিবসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রি-পেইড মিটার সংক্রান্ত দুর্নীতি, ৩৬ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের চেষ্টার অভিযোগে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন, কোম্পানি সচিব আবদুল মোতালেবসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় চীনা প্রতিষ্ঠান হেক্সিংয়ের কর্মকর্তা ইয়ে ওয়েনজুনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩৩ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ এবং ২ কোটি ৯৭ লাখ টাকা বিদেশে পাচারের চেষ্টা চালানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জানা যায়, ২০১৯ সালে বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড-বিসেকোর অধীনে প্রি-পেইড মিটার তৈরির কারখানা চালু করে ওজোপাডিকো। সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন এবং সাবেক সচিব আবদুল মোতালেবের বিরুদ্ধে সরাসরি টেন্ডার প্রক্রিয়ায় ডিপিএম-এ বিসেকোর কাছ থেকে ওজোপাডিকোর জন্য শত কোটি টাকার বেশি মালামাল ক্রয়ের অভিযোগ ওঠে। অভ্যন্তরিন অডিট রিপোর্টে কম মূল্যের মালামাল অধিক মূল্যে আমদানি দেখানো ও প্রশিক্ষণ খাতসহ আরও কিছু অনিয়ম সামনে এলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে।

মামলার এজাহারে বলা হয়, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন, সাবেক সচিব আবদুল মোতালেব এবং হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানির সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইয়ে ওয়েনজুন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ৩৩ কোটি ৪০ লাখ ২৪ হাজার ৩৭৯ টাকা আত্মসাৎ এবং মো. শফিক উদ্দিনের নির্দেশনা মোতাবেক ইয়ে ওয়েনজুন এবং আবদুল মোতালেব পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি ২ কোটি ৯৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা আত্মসাতের উদ্দেশ্যে বিদেশে পাচারের অপচেষ্টা করেন। যা দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এর মধ্যে ব্যবস্থাপনা পরিচালক শফিক উদ্দিনের চাকরির মেয়াদ শেষ হলে তিনি অবসরে রয়েছেন। কিন্তু অনিয়মের অভিযোগে ২০২১ সালের ৮ ডিসেম্বর আবদুল মোতালেবকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

 

 

সর্বশেষ খবর