বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে আনতে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে দাম কমতে শুরু করেছে। দুই এক দিনের মধ্যে দাম আরও কমে আসবে। গতকাল রংপুরে এক দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বেই দ্রব্যমূল্যের ইনফ্লেশন রয়েছে। এটা নিয়ন্ত্রণেও আমরা নানা পদক্ষেপ নিয়েছি। আমরা ১ কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছি। এ মাস থেকে চালও দেওয়া শুরু হবে। আমরা চেষ্টা করি পরিস্থিতি কন্ট্রোল করার জন্য। আশা করছি এটা একটু সহনীয় মাত্রায় চলে আসবে। তিনি আরও বলেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি কমানোর জন্য চেষ্টা করছে সরকার। যখনই প্রয়োজন হবে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তখনই আমদানি করার। যেমন পিঁয়াজ ও টমেটো আমদানি হচ্ছে। এর মাঝখানে বৃষ্টি, ঈদসহ বিভিন্ন কারণে ট্রান্সপোর্টের সমস্যার জন্য একটু স্লো হয়েছে।