শনিবার, ১৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রুমা ও থানচিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাতিল

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে। তবে জননিরাপত্তা ঝুঁকিতে থাকায় রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গতকাল বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে আর কোনো বাধা নেই। তবে এ দুটি উপজেলার দুর্গম এলাকায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের আগে স্থানীয় উপজেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতা মেনে চলতে হবে। জেলার সাত উপজেলার মধ্যে অন্য ৬টিতে পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত রয়েছে।

গত বছরের অক্টোবর মাস থেকে কয়েক ধাপে রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এর মধ্যে ২০২২ সালের ৮ নভেম্বর আলীকদমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর