মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ব্যবসায়ী ফরেস মিয়া হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগাছায় ব্যবসায়ী ফরেস মিয়া হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি স্থানীয় ব্যবসায়ী ফরেস মিয়া নিখোঁজ হন। ১১ ফেব্রুয়ারি স্বজনরা কাবিলপাড়া গুচ্ছগ্রামে বালুর স্তূপ থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পীরগাছা থানায় হত্যা মামলা করেন তার বাবা আমিন মিয়া। মামলাটি তদন্ত শেষে পীরগাছা থানার ওসি (তদন্ত) আজিম উদ্দিন চার আসামি শাহিন মিয়া, জাহিদুল ইসলাম, সাজেদুল ইসলাম ও কাল্টু মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা এবং লাশ গুম করার অপরাধে আরও ৫ বছর কারাদন্ডের আদেশ দেন। সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি আবদুল মালেক জানান এ রায়ে তারা সন্তোষ প্রকাশ করছেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর