জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন নিয়ে নির্মিত কর্নার ‘অনশ্বর পিতা’ উদ্বোধন করা হয়েছে। গতকাল নগরীর নাছিরাবাদের সিএমপি অফিসার্স মেসে কর্নারটির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল, সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) আবদুল ওয়ারীশ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।