কুমিল্লায় ১০ গ্রামের দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দিয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশন। গতকাল কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর জামি’আ নূরে মুহাম্মদিয়া এতিমখানা কমপ্লেক্সে বেলা ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ চিকিৎসা কার্যক্রম। এদিন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১১ জনের একটি বিশেষজ্ঞ টিম এই কমপ্লেক্সে সেবা দিতে আসেন। যার নেতৃত্বে ছিলেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মো. সালেহ আহম্মেদ। ক্যাম্পে গিয়ে দেখা গেছে, রোগীদের সারিবদ্ধভাবে বসানো হয়েছে। স্বেচ্ছাসেবকরা রেজিস্ট্রেশন সম্পন্ন করে একে একে রোগীদের বুথে প্রবেশ করাচ্ছেন। সেখানে চোখের ত্রুটি ও দৃষ্টি পরীক্ষা করা হচ্ছে। আরেকটি বুথে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। বিনামূল্যে ভালো সেবা পেয়ে খুশি রোগীরা। চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর এলাকার বাসিন্দা মান্নান মোল্লা বলেন, চোখে ঝাপসা দেখি। প্রচণ্ড মাথাব্যথা করে। আগে পরিবারের অন্য সদস্যরা এ ক্যাম্পে এসে বিনামূল্যে সেবা নিয়েছেন। তাই এবার আমিও এসেছি। বুড়িচং উপজেলার নিমসার এলাকার বাসিন্দা নাফিসা আক্তার বলেন, চোখ জ্বালাপোড়া করে। চোখ দিয়ে পানি পড়ে। ডাক্তার দেখিয়েছি। তারা বিনামূল্যে ওষুধ দিয়েছেন। শিকারপুর গ্রামের রমিজ উদ্দিন বলেন, কাছের জিনিস কম দেখি। চোখ দিয়ে পানি পড়ে। তাই এখানে ডাক্তার দেখাতে এসেছি। হাতের কাছে এমন সেবা পাব কল্পনা করিনি। আই ক্যাম্পের চিকিৎসক কাজী আদনান বলেন, ডা. মো. সালেহ আহম্মেদ স্যারের নেতৃত্বে এখানে কাজ করেছি। যাদের অপারেশন দরকার, তাদেরকে পরে ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে। আজকের ক্যাম্পে অপারেশনের জন্য প্রায় ৬০ জনকে বাছাই করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০১৭, ২০১৮, ২০১৯ এবং ২০২২ সালে চার বছরে সেখানে বিনামূল্যে ৩ হাজার মানুষকে সেবা দেওয়া হয়।
শিরোনাম
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা