বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানসহ পরবর্তী গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে নাগরিক মঞ্চ। গতকাল পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভা থেকে এই দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বার্বভৌমত্ব রক্ষা, দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও পরবর্তী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, সমন্বয়কারী আহসান উল্লাহ শামীম, মো. মাসুদ হোসেন, মোহাম্মদ সানোয়ার হোসেন, হাফিজুর রহমান, অধ্যাপক বাজলুর রহমান আমিনি, মোহাম্মদ জাহিদ, রাজু আহমেদ খান, অধ্যক্ষ শরিফুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম রানা, মোহাম্মদ ইয়াসির আক্তার, শেখ ওসমান গণি বেলাল, অধ্যক্ষ শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম আসাদ প্রমুখ।