চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)-এর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে তৈরি হয়েছে নানান শঙ্কা। এসব অস্ত্র ব্যবহার হতে পারে ছিনতাই-ডাকাতিসহ নানান অপরাধে- এ চিন্তায় কপাল ভাঁজ প্রশাসনের। যদিও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন) ইঞ্জিনিয়ার আবদুল মান্নান মিয়া বলেন, ‘সিএমপি’র থানাগুলো থেকে কী পরিমাণ অস্ত্র লুট হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনো আমাদের হাতে আসেনি। লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারে টানা অভিযান চালাচ্ছে বিভিন্ন সংস্থা। এরই মধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই বাকি অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হবে।’
লুট হওয়া অস্ত্র নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সিএমপির একাধিক সিনিয়র কর্মকর্তা। তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, লুট হওয়া অস্ত্র নিয়ে আমাদের শঙ্কা রয়ে গেছে। এ অস্ত্রগুলো খুন, ছিনতাই, রাহাজানির কাজে ব্যবহার হতে পারে। এতে করে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার ব্যাপক শঙ্কা রয়েছে।’
জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর নগরীর বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল করে লোকজন। ওই মিছিল থেকে দুষ্কৃতকারীরা থানায় থানায় হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায়। এ সময় নগরীর কোতোয়ালি, পতেঙ্গা, ডবলমুরিং, হালিশহর, সদরঘাট ও আকবরশাহসহ আটটি থানায় ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়। দুষ্কৃতকারীরা থানার অস্ত্রাগার থেকে এসএমজি, চায়নিজ রাইফেল, রাইফেল, শটগান, পিস্তলসহ কয়েক শ অস্ত্র নিয়ে যায়। একই সময় নিয়ে যায় হাজার হাজার গুলি।
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ধারণা- থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়েই অশান্ত হয়ে উঠতে পারে চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি। বেড়ে যেতে পারে খুন, ছিনতাই, ডাকাতিসহ হরেক রকমের অপরাধ। লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে চট্টগ্রামের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এরই মধ্যে কিছু কিছু অস্ত্র উদ্ধারও করেছে। সিএমপির উপকমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন বলেন, ‘বিভিন্ন থানা থেকে তথ্য নিয়ে লুট হওয়া অস্ত্রের পরিমাণ নির্ণয়ের চেষ্টা চলছে। আশা করছি আগামী দু-এক দিনের মধ্যেই সব তথ্য আমাদের হাতে আসবে। তখন লুট হওয়া অস্ত্রের সঠিক সংখ্যা জানাতে পারব।’