দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অ্যাকশনে চলে গেছেন। তাঁর বিশেষ উদ্যোগে গাজীপুরের চন্দ্রা বন বিটের বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এ বনভূমি অবৈধ দখলের বিষয়টি অবহিত হলে পরিবেশ উপদেষ্টা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এতে উপজেলা প্রশাসন, র্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় বন বিভাগ গতকাল সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। মন্ত্রণালয়সূত্রে জানা যায়, ১৪ আগস্ট চন্দ্রা বিটের কালামপুর মৌজার গেজেটভুক্ত বনভূমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণের চেষ্টা করা হয়। পরে সবার সহযোগিতায় এ বনভূমি অবৈধ দখলমুক্ত করার পর গাছের চারা লাগিয়ে দেন বন বিভাগের কর্মীরা।