বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থী হত্যাকান্ডের শিকার হয়েছেন তাদের খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি তোলা হয়। বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রথমে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জমায়েত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণকপাড়া, নিউমার্কেট হয়ে গৌরহাঙ্গা রেলগেটে যান। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা নগর ভবনে গিয়ে সিটি করপোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের কাছে স্মারকলিপি দেন। এ সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, সাব্বির হোসেন, ফাহিম রেজা, নূরুল ইসলাম শহীদ, রাশেদ রাজনসহ অনেকে উপস্থিত ছিলেন।