প্রথমবারের মতো সরকারের সব সচিবের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী বুধবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা, সঙ্গে থাকবেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। গতকাল সব সচিবকে চিঠি দিয়ে সভায় উপস্থিত থাকার কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সচিবালয় দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে। এ ছাড়া বিবিধে দেশের সার্বিক বিষয় আলোচনা শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এর আগেও অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ১২ আগস্ট ওই সময় প্রধান উপদেষ্টার হাতে থাকা ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
এবার মন্ত্রণালয়ের বাইরেও যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সচিব হিসেবে কর্মরত আছেন তারাও এ বৈঠকে থাকবেন বলে জানা গেছে।
একাধিক সচিব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যেহেতু সব সচিবের সঙ্গে বৈঠক হবে, স্বাভাবিকভাবেই একটা দিকনির্দেশনা আসবে, কীভাবে সামনে এগিয়ে যাওয়া যাবে। সার্বিক পরিকল্পনাও থাকতে পারে। মন্ত্রণালয়গুলোর কার্যক্রম গতিশীল করা যায়, অর্থনীতি, আইনশৃঙ্খলাসহ নানা বিষয় আলোচনা হতে পারে। হয়তো সচিবদের মধ্যে অনেকেই নিজেদের মতামত শেয়ার করতে পারেন। আরেকজন সচিব বলেন, অন্যান্য আলোচনার মতো এই বৈঠকে কৃষি ও খাদ্যের বিষয়টি অতন্ত গুরুত্ব পেতে পারে।