সিলেটে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের বনকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে রবিবার রাতেই ঢাকায় প্রেরণ করা হয়। আহতরা হলেন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ ও একই দলের কর্মী রুমেল আহমদ। তাদের উভয়ের বাসা বনকলাপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একদল যুবক মোটরসাইকেলে এসে মনজুর ও রুমেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে মনজুরের হাত ও পায়ে মারাত্মক আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রবিবার রাতেই মনজুরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত রুমেল আহমদ জানান, গত সিটি নির্বাচনে তারা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের পক্ষে কাজ করেছেন। এই শত্রুতা থেকে তাদের ওপর হামলা হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সায়ীদ মো. আবদুল্লাহ জানান, মনজুর আহমদ ও রুমেল আহমদের বাসার অনতিদূরে একটি দোকানের সামনে হামলা হয়েছে। মনজুর গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সিলেট এয়ারপোর্ট থানার ওসি মো. আনিসুর রহমান জানান, হামলার খবর শুনেছেন। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
সিলেটে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর