সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি। গতকাল সকাল ৬টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার এলাকা থেকে ভারতীয় কাপড়ের এ চালান জব্দ করা হয়। জব্দ কাপড়ের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি ও থানকাপড়। বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ১৯ বিজিবির (জকিগঞ্জ ব্যাটালিয়ন) অধীন সুরইঘাট বিওপির একটি টহলদল চতুল ঈদগাহ বাজার এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। সন্দেহ হলে একটি বালুভর্তি ট্রাক আটকে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকিয়ে রাখা প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেন বিজিবি সদস্যরা।