শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে বলেছেন, শহীদ বুদ্ধিজীবীসহ লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামের জাতিরাষ্ট্রের উন্মেষ ঘটেছে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবী হত্যার উপযুক্ত বিচার হয়নি। গতকাল গণমাধ্যমে প্রদত্ত ওই বিবৃতিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। সাইফুল হক বলেন, শহীদ বুদ্ধিজীবীরা সাম্যভিত্তিক যে গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখেছিলেন, এখনো তা বাস্তবায়িত হয়নি। ২০২৪-এর ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থান আরেকবার শহীদদের এই স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে।
এবার শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। বিবৃতিতে বলা হয়, বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।