রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় রিকশা আরোহী ইমরান শিকদার (২৩) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জের কমার্স কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল দুপুর পৌনে ১টায় এ দুর্ঘটনা ঘটে। প্রথমে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর আড়াইটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, ইমরান কুমিল্লার মেঘনা উপজেলার চর মাথালিয়া গ্রামের মোক্তার হোসেন শিকদারের ছেলে। তিনি ডেমরার সারুলিয়ায় থাকেন।
ঢামেকে ওই শিক্ষার্থীর বড় ভাই নাহিদ শিকদার জানান, ইমরান কুমিল্লায় বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য রিকশায় করে সায়দাবাদ বাসস্ট্যান্ডে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তার রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের নিচে ফুটপাত থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫। পরে তা ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ জহির উদ্দিন জানান, তারা রাতে খবর পেয়ে হানিফ ফ্লাইওভারের নিচে একটি চায়ের দোকানের পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করেন। স্থানীয়রা জানান ওই নারী ভবঘুরে প্রকৃতির। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।