দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম : জেলার ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে জামাল উদ্দিন (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সিলেট : মহানগরীর আখালিয়া এলাকার নয়াবাজারে বিদ্যুৎস্পৃষ্টে রুদ্র দাস নামে এক কিশোর মারা গেছে। সে নয়াবাজারের মানিক মিয়ার কলোনির অমরচান দাসের ছেলে।
খুলনা : জেলার পাইকগাছায় বজ্রপাতে লাকী খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি লস্কর ইউনিয়নের তোফাজ্জেল সরদারের মেয়ে। স্থানীয়রা জানায়, গতকাল বৃষ্টির মধ্যে লাকী চিংড়ি ঘেরে দিনমজুরের কাজ করছিলেন। হঠাৎ সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় সেখানে থাকা সন্তোষ সানা (৫২) ও তার স্ত্রী সুভদ্রা সানা (৪০) আহত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, বজ্রপাতে এক নারী মারা গেছেন ও দুজন আহত হয়েছেন।