বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি ও তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নইলে ফ্যাসিবাদের দোসররা যদি আবার ফিরে আসে তাহলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে। গতকাল সাভারের ব্যাংক টাউনে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শহীদ ইয়ামিন ও নাফিসার পরিবারকে বিএনপির পক্ষ থেকে নগদ অর্থ সহয়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী আহমেদ আরও বলেন, রাষ্ট্র চালাতে বর্তমান সরকারের যে সংস্কার করা দরকার তা দ্রুত শেষ করে সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকার পুরো রাষ্ট্র সংস্কার করবে কিন্তু আওয়ামী লীগ সরকারের যারা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে তাদের গ্রেপ্তার না করায় সব পালিয়ে যাচ্ছে। আর যারা দেশে আছে তারা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। অবৈধ অস্ত্রগুলো এখনো উদ্ধার হচ্ছে না। তিনি বলেন, নিত্যপণ্যের দাম কমাতে হবে, মানুষের সাধ্যের নাগালের মধ্যে সবকিছু রাখতে হবে।
এ সময় আরও বক্তব্য দেন বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমান, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপির সহপরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক খোরশেদ আলম, সাভার পৌর বিএনপি সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফুর মিয়া, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি প্রমুখ।