প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আগামী ২৮ ডিসেম্বর প্রদান করবে ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩। রাজধানীর অভিজাত একটি হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এবারের ২৩তম আসরে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম প্রধান বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশন। এতে দেশের সংগীত-চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমের বর্ষসেরা পারফর্মারদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে ইটিভি-সিজেএফবি সম্মাননা ২০২৩। গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুষ্ঠানের টাইটেল স্পনসর একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন ইটিভির ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম এবং সিজেএফবির সভাপতি এনাম সরকার। এতে আরও বক্তৃতা করেন পুরস্কার আয়োজন কমিটির আহ্বায়ক তামিম হাসান এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম এস রানা।
আবদুস সালাম বলেন, আমরা সব সময় সিজেএফবিকে সহযোগিতা করে আসছি। একই ট্রেডে কাজ করি বলে সাংবাদিকদের প্রতি আমার বরাবরই দুর্বলতা রয়েছে।
বিশেষ করে সিজেএফবির প্রতি। ১৫ বছর সাংস্কৃতিক আগ্রাসনের কারণে আমাদের সংস্কৃতির বিকাশ সেভাবে ঘটেনি। লালন, ভাটিয়ালী, নাটক, চলচ্চিত্র অনেক সমৃদ্ধ। আমাদের সংস্কৃতিকর্মীরা অনেক প্রতিভাবান, আন্তর্জাতিকভাবে তারা নিজেদের তুলে ধরতে সক্ষম। কিন্তু সাংস্কৃতিক আগ্রাসনের কারণে আমাদের শিল্প-সংস্কৃতি পিছিয়ে আছে। নতুন বাংলাদেশে আমাদের সংস্কৃতির বিকাশে ও প্রসারে সিজেএফবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। একুশে টেলিভিশন সিজেএফবির সঙ্গে যুক্ত হয়েছে। আমরা এখন থেকে প্রতি বছর একসঙ্গে কাজ করব। সিজেএফবি আরও জমকালো অনুষ্ঠানের আয়োজন করুক ও তাদের প্রসার ঘটুক এই প্রত্যাশাই করছি।