বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের লক্ষ্যে গতকাল দলটি আয়োজিত সংহতি সমাবেশ ও পতাকা মিছিলের কর্মসূচিতে বক্তারা এমন মন্তব্য করেন। ঢাকা মহানগর জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী এতে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সহসভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ, অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট সৈয়দ ফাতেমা হেনা, মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, কামাল উদ্দিন মজুমদার সাজু, মোহাম্মদ মোস্তফা কামাল, আবদুল মান্নান মুন্সি, আবুল কালাম, সুমন খান, মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।