দেশের অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভালো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল সাভারের বিরুলিয়ার খাগানে ব্র্যাক সিডিএমের সেমিনারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, ‘মাল্টি ইলেকটোরাল ডোনাররা কেন আসছেন, তারা তো বুঝতে পারছেন যে দেশে ভালো কিছু হচ্ছে। দেশ যে সামনে এগিয়ে যাচ্ছে এটিই তার প্রমাণ। হয়তো বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের আকাক্সক্ষা একটু বেশি যা তিন-চার মাসে পূরণ করা কঠিন। তবে আমরা চেষ্টা করছি। বাইরে থেকে অনেক কিছু প্রচার হয়, অপপ্রচার হয় কিন্তু সামষ্টিকভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা আসছে, অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভালো।’
টাকা ছাপানো প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ব্যাংক যদি গ্রাহকের চাহিদামতো টাকা দিতে না পারে, ঋণ দিতে না পারে তাহলে ব্যাংকের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। তাই টাকা ছাপানো হয়েছে। এ টাকা কিন্তু আগের মতো বড় বড় প্রকল্পে যাবে না। এটা ব্যবসাবাণিজ্যের স্বার্থে করা হয়েছে।’