ভারত তার সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে দাদাগিরি করতে গিয়ে এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, নিজেদের বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশসহ প্রতিবেশী সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরাই এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে ভারত বিশে^র মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে। গতকাল নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নেয়ামত উল্লাহ নান্নুর স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে দুলু বলেন, জুলাই আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণমানুষের বিল্পব। ভারত সরকার ভুলে গেছে একটি দেশের সম্পর্ক হয় আরেকটি দেশের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত সরকার ও উগ্র-হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের সব মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের চিরদিনের ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্ক নষ্ট করার পাঁয়তারা করছে। চিরদিন এদেশের মানুষ হিন্দু-মুসলিম বৌদ্ধ খ্রিস্টানসহ সবাই মিলেমিশে পাশাপাশি বসবাস করে। এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি বা এজন্য জীবনহানির ঘটনা ঘটেনি। ভারতেই এসব সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি জীবনহানির ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনায় তারা হামলা করে মুসলমানদেরকে হত্যা করে। তাই আমাদের দেশের সব মানুষকে সবসময় সচেতন থাকতে হবে। পতিত হাসিনা সরকার ও তার দোসরদের দেশের ভিতর বাহিরে যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে।