পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী লিটন হাওলাদার (৪২) ওরফে কিলার লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঁদাবাজ এবং ১৪ মামলার আসামি।
গতকাল ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, কিলার লিটনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বাজিত খাঁ গ্রামে। তিনি হাজারীবাগের বাড়ৈখালী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
বুধবার রাতে হাজারীবাগের বাড়ৈখালী থেকে তাকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। তালেবুর রহমান বলেন, তাকে দীর্ঘদিন ধরে থানা পুলিশ, ডিবি ও র্যাব গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।
তার নাম লিটন হাওলাদার হলেও চাঁদাবাজি, মারামারি, মারপিট, ছিনতাই ও মাদক কারবারির জন্য এলাকাবাসীর কাছে তিনি কিলার লিটন হিসেবে পরিচিত।