খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, ৫ আগস্ট পরবর্তী জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের প্রথম কাজ ছিল ফ্যাসিবাদ ও তার দোসরদের বিচার করা। কিন্তু আজ ক্ষমতার বন্দোবস্ত নিয়ে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে। বিবাদ কমিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টিতে জাতীয় ঐক্য সুসংহত করতে দলগুলোর মধ্যে আন্তসংলাপ জরুরি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দলের ঢাকা মহানগরী শাখা আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।
ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা আহমদ আলী কাসেমী, জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, আবুল হোসেন, মাওলানা আজিজুল হক।
বক্তারা বলেন, আগামী নির্বাচন ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। তা না হলে আধিপত্যবাদের দোসররা মাথাছাড়া দিয়ে উঠবে। কোনো দলেরই মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় দ্বিমত থাকার অবকাশ নেই। সংবিধান সংস্কার কমিশন সংবিধানের যে মূলনীতি দিয়েছে সেখান থেকে ‘বহুত্ববাদ’ বাদ দিতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত থাকতে হবে।