দেশ ও ইসলামের স্বার্থে ইসলামী রাজনৈতিক দলগুলোকে এক প্লাটফর্মে আনতে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের আমিরের চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী দলের আমির ড. আবদুল্লাহ আল নাসের।
গতকাল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে এক কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. নাসের আরও বলেন, দেশের আপামর জনগণ চায় আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানোর পক্ষে। তিনি বলেন, যেখানে আল্লাহ তায়ালার বিধান থাকবে না, মানবতা সেখানে ধ্বংস হবে। জ্বলে, স্থলে বিপর্যয় ঘটবে। মদিনার বিধানের অধীনে সব ধর্ম, বর্ণের মানুষ পূর্ণ নিরাপত্তার পাশাপাশি সব নাগরিক সুবিধা পাবে।
মাওলানা আবদুল খালেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল মুফতি এমদাদুল্লাহ আনসারী, মাওলানা ইসলাম উদ্দিন, মজলিশে শুরার সদস্য মাওলানা মো. শরিফুল ইসলাম, মাওলানা এন্তাজুল হক, মাওলানা হাবিবুল ইসলাম, আশরাফ উদ্দীন, আলহাজ আবদুল বাতেন প্রমুখ।