দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫’। এতে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর ডাক দিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধেরও আহ্বান জানানো হয়। একশনএইড বাংলাদেশ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এ উৎসব চলবে। গতকাল সকালে ফেস্টের প্রথম দিনে তরুণদের ফ্ল্যাশ মব ও শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবটি শুরু হয়। ‘ফান্ড আওয়ার ফিউচার’ বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে ফ্ল্যাশ মব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রিনিউয়েবল এনার্জি ফেস্ট-এর লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরা হয়। অনুষ্ঠানে একশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সভাপতিত্বে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রতিষ্ঠানটির জাস্ট এনার্জি ট্রানজিশন টিমের ম্যানেজার আবুল কালাম আজাদ।
ফারাহ কবির বলেন, জীবাশ্ম জ্বালানির দূষণ থেকে মুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সবুজ বাংলাদেশ নির্মাণে সবাই দৃঢ়প্রতিজ্ঞ। এ উৎসব সেই স্বপ্ন বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আবুল কালাম আজাদ বলেন, এ উৎসবে সরকারি-বেসরকারি সংস্থা, বিশেষজ্ঞ ও তরুণ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
আমাদের মূল লক্ষ্য সংলাপ ও উদ্ভাবনী মেলার মাধ্যমে ন্যায্য জ্বালানি রূপান্তরের ভিত্তি স্থাপন, নবায়নযোগ্য জ্বালানির উদ্ভাবন তুলে ধরা এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ সবার সক্রিয় অংশহগ্রহণ নিশ্চিত করা।
উৎসবের অংশ হিসেবে বুয়েট ইসিই ভবন চত্বরে ‘উদ্ভাবন ও প্রযুক্তি মেলা’ এবং ‘ইয়ুথ হাবে’ দেশীয় উদ্ভাবকদের নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি ও ধারণা প্রদর্শন করা হবে। এ ছাড়া উৎসবে মোট ছয়টি গুরুত্বপূর্ণ পলিসি ডায়ালগ সেশন অনুষ্ঠিত হবে। উৎসবের শেষ দিনে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।