ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে। গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের সময়ের মতো জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। গতকাল রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে দলের ঢাকা মহানগরী উত্তরের দায়িত্বশীল তারবিয়াত-২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মুফতি দেলোয়ার হোসাইন সাকি, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুরাদ হোসেন, মোস্তফা আল মামুন মনির, মুফতি মো. মাছউদুর রহমান প্রমুখ।