যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাঙ্কিং ২০২৫-এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। গত বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে।
তালিকায় এশিয়ায় ৩৫টি অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শীর্ষ স্থান অর্জন করেছে এবং এশিয়া অঞ্চলে সেরা তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান নিশ্চিত করে জাতীয়ভাবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান রয়েছে তৃতীয় স্থানে। ৩৫১-৪০০ এর সেরা তিন বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির পরেই রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান। এর আগে গত জানুয়ারি মাসে টাইমস হায়ার ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৫’-এ দেশ সেরা হয়েছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।