চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় হওয়া মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম (৪০), মনির আহম্মদ (৫০), রবিন ইসলাম (২৫) ও আরাফাতুল ইসলাম নোমানকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান চালানো হয়। এই সময় সংঘর্ষের সৃষ্টি হয়।