দিল্লি এবং আওয়ামী দোসরদের দৌরাত্ম্য আর বাংলার মাটিতে চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। গতকাল রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ‘আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ দোসরদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবি’তে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাশেদ প্রধান বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কি না সেই সিদ্ধান্ত তারাই নেবে। আমরা ইউনূস সাহেবকে স্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের হাজারো শহীদ পরিবার এবং বাংলার জনগণ তাদের রায় জানিয়ে দিয়েছে। আপনি হাজারো শহীদের রক্তের বিনিময়ে প্রধান উপদেষ্টা হয়েছেন।