র্যাব-১৩-এর অভিযানে গাইবান্ধায় অটোচালক হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে র্যাব-১৩-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মোহা. জয়নুল আবেদীন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৫ এপ্রিল গাইবান্ধা জেলায় অটোচালক ও পত্রিকা বিক্রেতা আনিছুর রহমান ওরফে ঠান্ডা মিয়াকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত করে মুমূর্ষু অবস্থায় গাইবান্ধা শহরের স্টেডিয়ামসংলগ্ন পিডিবি নেসকো-১ অফিসের গেটের পাশে ফেলে রেখে অটোটি নিয়ে যায়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে র্যাব-১৩-এর একাধিক টিম ছায়া তদন্তে নামে এবং মামলার ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার বিভিন্ন স্থান থেকে চার আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো গাইবান্ধা সদরের কবির আলম (৪০), একই এলাকার রাসেল মিয়া (২৮), সাদুল্লাহপুরের শহিদুল ইসলাম ওরফে বাবু (৪০), একই উপজেলার মো. রাশেদ মণ্ডল (৪২)। আসামি রাশেদ মণ্ডলের গ্যারেজ থেকে ছিনতাই করা অটোটি উদ্ধার করা হয়।