বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত এটি তাদের মধ্যেই সীমাবদ্ধ। পাক-ভারত যুদ্ধ বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না। বর্তমান সরকারের উচিত যুদ্ধে মনোযোগী না হয়ে নির্বাচনের দিকে নজর দেওয়া। গতকাল জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামালপুরের মাদারগঞ্জ বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মন্জুর কাদের বাবুল খান। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডাভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রমুখ। ১৭ বছর পর মাদারগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো।