‘খাদ্য ও পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে মৌমাছির জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করি’- এই স্লোগান সামনে রেখে গতকাল বিশ্ব মৌমাছি দিবস ২০২৫ পালিত হলো। দিবসটি উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় র্যালি ও এক আলোচনা সভা। কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘মৌমাছি শুধু মধু উৎপাদনেই নয়, বরং খাদ্য উৎপাদন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও অসাধারণ ভূমিকা রাখে। পরাগায়নের মাধ্যমে তারা কৃষিজ উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখে।’ এই লক্ষ্য বাস্তবায়নে রাস্তার পাশ ও খালি জায়গায় ফুলযুক্ত ফলদ গাছ যেমন লিচু, আম, কলা, পেঁপে, বরই, শজিনা ও কনকচূড়া রোপণের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য অধ্যাপক ড. শাহনাজ সরকার।
এ ছাড়া র্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল লতিফ। তিনি বলেন, ‘মৌচাষের গুরুত্ব সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে পারলে দেশের কৃষি ও খাদ্য উৎপাদন ব্যবস্থা আরও শক্তিশালী হবে।’