বরিশালের গৌরনদী উপজেলায় ওজনে কম এবং রুগ্ণ হওয়ায় জেলেদের মধ্যে বিতরণের জন্য আনা ৬৫টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে বকনা বাছুর বিতরণকালে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদী উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের সহায়তায় মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ৬৫ মৎস্যজীবীর মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য আনা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর বিতরণের জন্য এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখতে পান বকনা বাছুর রুগ্ন এবং খুবই কম ওজনের। নিয়ম অনুযায়ী ৭০ কেজি ওজনের বাছুর দেওয়ার কথা থাকলেও ঠিকাদারের সরবরাহকৃত বাছুরের ওজন ছিল ৫০ থেকে ৫৫ কেজি।
উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, বাছুরগুলোর ওজন কম থাকায় তা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে সিডিউল অনুযায়ী বাছুর সরবরাহ করতে বলা হয়েছে। তা না হলে বাছুরগুলো গ্রহণ করা হবে না। এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, দিনাজপুর থেকে ট্রাকযোগে বাছুরগুলো নিয়ে আসায় ওজন কিছুটা কমে গেছে।