জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পরবর্তী বাংলাদেশটা অবশ্যই জবাবদিহিতামূলক হিসেবে গড়ে তুলতে হবে। যেই বাংলাদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আর থানার ওসি দিয়ে নির্বাচন হবে না। হবে না মধ্যরাতে নির্বাচন। গতকাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক, মো. আতাউল্লাহ, সংগঠক আরমান হোসেন প্রমুখ।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা দীর্ঘ লড়াইয়ের পর আজ এই বাংলাদেশে এসেছি। আমাদের লড়াইয়ের পেছনে শহীদদের রক্ত আর আহতদের আত্মত্যাগ রয়েছে।