অন্তর্বর্তী সরকারপ্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়নে জাতীয় বাজেটে রংপুরের জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে মানববন্ধন-সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। গতকাল সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার রংপুরের উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় গিয়েছে। কিন্তু এ জেলার উন্নয়নে কোনো কাজ করেনি। অন্তর্বর্তী সরকারপ্রধান আবু সাঈদের রংপুরে এসে এ জেলাকে দেশের ১ নম্বর জেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ এখন পর্যন্ত সরকার একনেকে রংপুর বিভাগের কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়নি। আমরা চাই অবিলম্বে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত রংপুরকে এগিয়ে নিতে আগামী বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়া হোক।
এরপর একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ১৬ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের জেলা আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্যসচিব মোফাখখারুল মুন, আবদুল জব্বার সরকার, প্রত্যয় মিজান প্রমুখ।