টাঙ্গাইল রানার্স কমিউনিটি ও টাঙ্গাইল ম্যারাথনের আয়োজনে তৃতীয়বারের মতো শব্দদূষণমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে শহরের ছয়আনি পুকুরপাড় থেকে পুটিয়াজানী পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এ ম্যারাথনে সারা দেশের দুই শতাধিক রানার অংশ নেন।
ম্যারাথনে যেমন শব্দদূষণমুক্তির একটি বার্তা জনসাধারণের কাছে পৌঁছানো যাবে, তেমনি সুস্বাস্থ্য গঠনে দৌড়ানোর প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করবেন। দৌড় হোক সুস্বাস্থ্যের জন্য এক অনন্য প্রতীক। গতকাল ভোর ৫টায় থানাপাড়া ছয়আনি পুকুরপাড় থেকে ম্যারাথন শুরু হয়ে টেক্সটাইল মোড়, মাঝিপাড়া, পুটিয়াজানী বাজার হইতে পুনরায় ছয়আনি পুকুরপাড়ে এসে শেষ হয়। ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সহসভাপতি মো. নাসির উদ্দিন, রংপুর ডিএনসির উপপরিচালক বিপ্লব কুমার মোদক ও টাঙ্গাইল রানার্স কমিউনিটির সাধারণ সম্পাদক আবতাহী আলম প্রমুখ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।