চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কুশল বরণ চক্রবর্তী নামে এক শিক্ষকের পদোন্নতির সাক্ষাৎকারকে ঘিরে ব্যাপক হট্টগোলের ঘটনা ঘটেছে গত ৪ জুলাই। ওই ঘটনায় জড়িতদের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, ওই ঘটনা সভ্য সমাজে বিরল এবং অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় কাজ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।